,

টিকার অপেক্ষায় ১২ লাখ নিয়েছেন সাড়ে ৩৩ লাখ মানুষ

সময় ডেস্ক ॥ দিন দিন টিকা গ্রহণকারীর সংখ্যা কমছে। সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ২০তম দিনে গতকাল ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন। গতকালের চেয়ে দেড় হাজার টিকা গ্রহণকারী কম। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২৪ হাজার ৫২২ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। এর মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন এবং নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০জন। টিকা নেয়ার পর সামান্য পাশ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৭৭৩ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন। নিবন্ধন করে টিকার অপেক্ষায় প্রায় ১২ লাখ মানুষ। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।


     এই বিভাগের আরো খবর