,

এশিয়া কাপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!

সময় ডেস্ক ॥ এশিয়া কাপ চলতি বছরও মাঠে গড়াবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। এরপর আগস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। সূচি চূড়ান্ত না হলেও সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এশিয়া কাপ। অক্টোবরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। ভারতের ব্যস্ত সূচির কারণেই মূলত এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক শীর্ষ কমকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, এশিয়া কাপ হলে অংশ নেবে ভারত। সেক্ষেত্রে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিতে দ্বিতীয় সারির দল পাঠাবে বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ড সিরিজের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয় দলকে। এরপর শ্রীলঙ্কায় এশিয়া কাপ হলে সেখানেও রয়েছে কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা। ঠাসা সূচির মধ্যে একাধিকবার ক্রিকেটারদের কোয়ারেন্টিন নিয়ে চিন্তিত বিসিসিআই। বিকল্প ভাবনা থেকেই তারকা ক্রিকেটারদের ছাড়াই এশিয়া কাপ খেলার চিন্তা বিসিসিআইয়ের। টাইমস অব ইন্ডিয়াকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা বলেন, ‘অন্য কোন সুযোগ নেই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না। টানা দুইবার কোয়ারেন্টিন পালনও কষ্টসাধ্য। এশিয়া কাপ আয়োজিত হলে দ্বিতীয় সারির দল পাঠাবে বিসিসিআই।’ এশিয়া কাপ যদি চলতি বছর মাঠে না গড়ায় তাহলে পরের বছর আইপিএলের পর আয়োজন করা হবে। সেই আসরের আয়োজক হবে পাকিস্তান।


     এই বিভাগের আরো খবর