,

নবীগঞ্জে জলাতংক নির্মুলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২০২২ সালের মধ্যে জলাতংক রোগ নির্মূলে অবহিতকরণ সভা গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং ইপিআই টেকনিশিয়ান আবুল ফয়েজ সৈয়দ তোহার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, রির্সোস পারসন স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রন বিভাগের মোঃ দিলশাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, আশিক মিয়া, জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, স্বাস্থ্য পরিদর্শক ফয়সল আহমদ, স্বাস্থ্য সহকারী দীপংকর ভট্টাচার্য্য দেবুল, অফিস সহকারী গনিউর রহমান রাসেলসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, মরনব্যাধি জলাতংক রোগ নির্মুল করা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদপে। তাই সকলের সহযোগীতায় এ কার্যক্রম সফল করতে হবে। সভায় আগামী ২০২১-২০২২ অর্থ বছরে দেশের ১৮২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামুল্যে জলাতংক ভ্যাকসিন প্রদানের উদ্যোগে গ্রহন করছে সরকার যা পর্যায়ক্রমে সারা দেশে তা বাস্তবায়ন করা হবে বলে অবহিত করা হয়।


     এই বিভাগের আরো খবর