,

করোনা সংক্রমণ রোধে লাখাইয়ে পুলিশের সচেতনতামুলক প্রচারণা

লাখাই প্রতিনিধি ॥ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লাখাই থানা পুলিশের সচেতনা মুলক প্রচার অভিযান ও মাক্স বিতরন। বৈশ্বয়িক করোনা সংক্রামণ আবারও বৃদ্ধি পেতে থাকায় লাখাই থানা পুলিশের উদ্যোগে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলা,ঘরের বাইরে গেলে অবশ্যই মাক্স পরিধান এবং অপ্রয়োজনে ঘুরাফেরা,সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের বিষয়ে সচেতন মুলক প্রচার অভিযান ওমাস্ক বিতরন গতকাল রোববার উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ অনুষ্টিত হয়। প্রচার ও অভিযান কালে বাজারে আগত ক্রেতা সাধারণ ও দোকানদারদের মধ্যে যাদের মাস্ক নেই তাদের কে মাস্ক পরিয়ে দেওয়া হয় এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে সচেতন করা হয়। লাখাই থানা পুলিশের পরিদর্শক তদন্ত মহিউদ্দিন সুমন এর নেতৃত্বে প্রচার অভিযান এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়নের বীট পুলিশিং এর বীট অফিসার এস,আই শফিকুর রহমান,বুল্লাবজার ব্যকস এর সদস্য সচীব মোঃ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ,বুল্লাবাজার ব্যকস এর সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক, লাখাই উপজেলার প্রতিটি বাজারে এমন অভিযান চালানো দরকার মনে করেন সচেতন নাগরিক।


     এই বিভাগের আরো খবর