,

নবীগঞ্জে বিএনপি নেতা জামিনে মুক্তি

সংবাদদাতা ॥ নবীগঞ্জে জোয়া খেলার অভিযোগে আটক বিএনপি নেতা আবু বকর তালুকদারকে জামিন দিয়েছে আদালত। গতকাল হবিগঞ্জ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক শুনানী শেষে দায়েরকৃত পুলিশবাদী মামলায় জামিন লাভ করেন তিনি। এখবর নিশ্চিত করেন সিনিয়র আইনজীবী এডভোকেট ইন্দু ভূষণ দাশ। আলোচিত ঘটনায় দায়েরকৃত মামলায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর তালুকদারকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে প্রকাশ, কুর্শি ইউনিয়নের বাংলাবাজারের উত্তর পাশে এনাতাবাদ গ্রামের মৃত তাহিদ উল্লারপুত্র হারিস মিয়ার ফিশারিতে টিনের ঘরে নিয়মিত জোয়া খেলার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় খেলার আসর থেকে জিতু মিয়া (৪০) রিপন মিয়া (৩৮) মাছুম মিয়া ( ৩০) এজলু মিয়া (২৬) জাহির মিয়া (৩৮) দুরুজ মিয়াকে (৪০) গ্রেপ্তার এবং জোয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৪৭ হাজার ৭ শত ৬০ টাকা উদ্ধার করে পুলিশ। এঘটনায় হারিস মিয়া ও তার স্ত্রী আয়শা বেগমসহ ৮ জনের বিরুদ্ধে এনিয়ে থানায় মামলা দায়ের করেন এসআই আমীর হামজা। মামলাটি তদন্ত করেন এস আই সমীরন চন্দ্র দাস। ১৫ মার্চ আদালতে দায়েরকৃত মামলায় এফআইআর বহির্ভূত তছু মিয়া, সাহেদ মিয়ার এবং বিএনপি নেতা আবু বকরের নাম অন্তর্ভুক্ত করেন। আদালত চার্জচীট আমলে নিয়ে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে বিএনপির ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে তদন্ত কর্মকর্তা এসআই সমীরণ চন্দ্র দাস বলেন, উর্ধ্বন কর্তৃপক্ষের নির্দেশে এফআইআর এ নাম না থাকার পরও আসামিভুক্ত করতে হয়েছে।


     এই বিভাগের আরো খবর