,

নবীগঞ্জের সুজাপুর কালাচাঁদ মন্দিরে ৪র্থ বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর শ্রী শ্রী কালাচাঁদ জিউর আখড়ায় বিশ্ব মানব কল্যান কামানায় ৩ দিনব্যাপী ৪র্থ বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী লীলা নাম সংকীর্তন মহোৎসব ৩ এপ্রিল শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শ্রীমদভাগবত গীতাপাঠ পাঠ করেন জুড়ির ডাঃ আশীষ গোস্বামী। অষ্ট প্রহরবব্যাপী লীলা কীর্তনের শুভ অধিবাস পরিবেশন করেন ছাতকের রাজন দাশ। অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তনে নামসুধা বিতরণ করেন, বিয়ানী বাজারের হরেকৃষ্ণ সম্প্রদায়ের দেবাশীষ দাশ, সুনামগঞ্জের কালাচাঁন সম্প্রদায়ের রাজন দাশ, বালাগহ্জের গুরু সম্প্রদায়ের রুপম ধর। মন্দিরের সেবায়েত শ্রীকৃষ্ণপদ গোস্বামী, কল্পনা গোস্বামী, কংকন গোস্বামী, বিপ্লব গোস্বামীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, প্রচার সম্পাদক অমলেন্দু সুত্রধর, সারেগামার সভাপতি বিন্দু সুত্রধর, এ এস আই লুকেশ দাশ, ব্যবসায়ী মহেন্দ্র রায়, ইউপি সদস্য নুরুল হক, বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক প্রদীপ কুমার রায়, নিতেশ দাশসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে দধিভান্ড ভঞ্জন ও ব্রজের ধুলিগ্রহন এবং হরিলুটের মাধ্যমে উৎসবের সমাপ্তি।


     এই বিভাগের আরো খবর