,

ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে

সময় ডেস্ক ॥ কোভিড-১৯ সহ যেকোনো মহামারির সময়ে ব্যাংকিং কারযক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে সকল লেনদেন চালু থাকেবে। তবে পুঁজিবাজারে লেনদেন কোন নিয়মে চলবে তা জানা যাবে আগামীকাল রোববার। বিএসইসি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২২শে মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে। বিএসইসি জানায়, লকডাউনে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে। এই নির্দেশনা দুই স্টক এক্সচেঞ্জকে (ঢাকা ও চট্টগ্রাম) দেয়া হয়েছে। ডিএসই সূত্র জানায়, কমিশন ডিএসইকে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার খোলা রাখার নির্দেশনা দিয়েছে। শিফটিং পদ্ধতি ও হোম অফিস ব্যবস্থার মাধ্যমে পুঁজিবাজার খোলা রাখা হবে। এর আগে গত বছরের ২৮শে মার্চ থেকে ৩১শে মে পর্যন্ত করোনার কারণে পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। তাতে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৯ হাজার কোটি টাকা। করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


     এই বিভাগের আরো খবর