,

চুল মজবুত করে আলুর রস

সময় ডেস্ক ॥ আলু খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন ভালো করে। ছেঁকে রসটুকু সংগ্রহ করুন। সপ্তাহে একদিন গোসলের আগে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান আলুর রস। জেনে নিন আলুর রস চুলের জন্য প্রয়োজনীয় কেন। আলুর রস অক্সিজেন লেভেল বৃদ্ধি করে, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। চুলের রুক্ষতা দূর করে। চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায়। স্কাল্পের কোষের বৃদ্ধিতে সাহায্য করে। চুলের শুষ্কতা ও খুশকি দূর করে। অতিরিক্ত তেলতেলে ভাব কমায়। চুল ঘন করে। চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।


     এই বিভাগের আরো খবর