,

লকডাউনের ১ম দিনে শনাক্ত ৭ হাজার ৭৫ ॥ মৃত্যু ৫২

সময় ডেস্ক ॥ করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের স্বাক্ষরিত করোনা সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় গেল ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৩২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ। এদিকে গত চব্বিশ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩৪ পুরুষ ও ১৮ নারী জন। একজন বাদে সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃত ৫৩ জনের মধ্যে একজন শিশু। বাকিদের মধ্যে ত্রিশোর্ধ্ব তিন, চল্লিশোর্ধ্ব ছয়, পঞ্চাশোর্ধ্ব ৯, ষাটোর্ধ্ব ৩২ জন।


     এই বিভাগের আরো খবর