,

মাধবপুরে করোনায় সহায়তা পাচ্ছেন ৩২ হাজার পরিবার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মহামারী করোনাকালে প্রধানমন্ত্রীর মানবিক তহবিল ও ভিজিএফ কার্ডের আওতায় ৩২ হাজার ৮শত ৬৪ টি হত দরিদ্র পরিবার নগদ সহায়তা পাচ্ছেন। পৌর মেয়র ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি মেম্বাররা তালিকা তৈরি করছেন। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, মহামারী করোনার দ্বিতীয় টেউ চলাকালে লকডাউনে বহু নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ে তাদের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তহবিল থেকে ১১ টি ইউনিয়নে ৫ হাজার ৫শত জনকে নগদ ৫শ টাকা করে প্রধান করা হবে। ভিজিএফ কার্ডের আওতায় ১১ টি ইউনিয়নে ২২ হাজার ৩শত ৪৩ পরিবারকে নগদ ৪শত ৫০ টাকা করে দেওয়া হবে। এছাড়া মাধবপুর পৌরসভায় ৪শ পরিবারকে নগদ মানবিক সহায়তা স্বরুপ ৫শত টাকা করে এবং ভিজিএফ কার্ডের আওতায় ৪ হাজার ৬শত ২১ জনকে ঈদুল ফিতরের আগে নগদ ৪শত ৫০ টাকা করে দেওয়া হবে। উপজেলা নির্বাহী বলেন, তালিকা যাতে স্বচ্ছ ও প্রকৃত হতদরিদ্ররা পায় সেজন্য কঠোর তদারকি করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর