,

পশ্চিমা দেশগুলোকে ব্লাসফেমি আইন পাশে বাধ্য করতে চান ইমরান

সময় ডেস্ক ॥ পশ্চিমা দেশগুলোকে ব্লাসফেমি বা ধর্মনিন্দার আইন পাশে বাধ্য করার পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ জন্য ইসলামপ্রধান রাষ্ট্রগুলোকে একসঙ্গে পশ্চিমা দেশগুলোকে চাপ প্রয়োগ করতে হবে বলে মনে করেন তিনি। ইউরোপ ও আমেরিকার উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। ফলে এসব দেশে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন ধর্মের প্রচারকদের নিয়ে নানা ব্যাঙ্গাত্বক চিত্র বা লেখালেখি স্বাভাবিক বিষয়। তবে ইসলাম ধর্মের নবীকে নিয়ে গত বছর ফ্রান্সে শার্লি হেবদোর প্রকাশিত কয়েকটি ব্যাঙ্গচিত্র নিয়ে ইসলামপ্রধান রাষ্ট্রগুলোতে ব্যাপক উত্তেজনা দেখা যায়। ইসলামপন্থী দলগুলো এর প্রতিবাদ জানাতে সরকারগুলোকে চাপ দিতে থাকে। ধারণা করা হচ্ছে, এরইপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোতে ধর্মনিন্দার আইন পাশের দাবি করছেন ইমরান খান। এই আইনের অধীনে ইসলামের নবীকে নিয়ে যে কোনো ধরণের ব্যঙ্গচিত্র তৈরি বা প্রদর্শন অপরাধ হিসেবে গণ্য হয়। ইমরান খান বলেন, পশ্চিমা সকল দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘকে এই আইন পাশ করতে উৎসাহিত করা হবে। একইসঙ্গে ইসলামিক রাষ্ট্রগুলোকে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিতে হবে, যাতে করে পশ্চিমা দেশগুলো ব্লাসফেমি আইন পাশে বাধ্য হয়। এ জন্য ইসলামিক রাষ্ট্রগুলোর নেতাদের একসঙ্গে আহ্বান জানাতে হবে। তিনি আরো বলেন, ইহুদি গণহত্যা অস্বীকার করা যেমন অপরাধ, ইসলামের নবীকে অসম্মান করাও একইরকম অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিৎ। সকল ইসলামিক রাষ্ট্রগুলোর উচিৎ ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের কাছে আবেদন করা। তারা যাতে ১.২৫ বিলিয়ন মুসলিমের অনুভূতিতে আঘাত হানা বন্ধ করে সে চেষ্টা করতে হবে।


     এই বিভাগের আরো খবর