,

ঈদুল ফিতর উপলক্ষে নবীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ নজির মিয়ার উদ্যোগে ও উপজেলার বিভিন্ন গ্রামের প্রবাসীদের সহায়তায় নবীগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন গ্রামের গরীব অসহায় ও হতদরিদ্র ৫ শতাদিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রবিবার সকাল থেকে উপজেলা বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়। প্রথমে নবীগঞ্জ মা-হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে, নাদামপুর ও বাউসা শাহ্ বাড়ি প্রাঙ্গনে গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, বাউসা শাহ্ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছালিক মিয়া শাহ্, নবীগঞ্জ শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, নাদামপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মাও. মোশাহিদ আলী, উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, বাউসা যুব সংঘের উপদেষ্টা মোঃ বাছিতুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর চৌধুরী প্রমুখ। পরবর্তিতে নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার মহৎ ও দানবীর ব্যক্তিগণ ঈদ উপহার হিসেবে যার এলাকার গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মবঞ্চিত লোকজনের মাঝেও সরকারের পাশাপাশি বিভিন্ন গ্রামে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার যার সামর্থ্য অনুযায়ী সকলেই এলাকার মানুষের মুখে হাসি ফুটাতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।


     এই বিভাগের আরো খবর