,

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ১লক্ষ টাকা জরিমানা

পিন্টু অধিকারী ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ২ জনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১১ মে) দুপুরে দিকে মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে পিয়ান গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা অবৈধভাবে বালু উত্তোলন দায়ে তোফাজ্জল হোসেন (২৫) ও মোঃ হাসানকে (২৮) আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই দুই ব্যক্তিকে ৫০ হাজার করে ১ লাখ অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা জানান, মাধবপুর উপজেলা বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসন অত্যন্ত কঠোর। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তিনি আরো বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।


     এই বিভাগের আরো খবর