,

নবীগঞ্জে বিকাশ প্রতারণার শিকার হলেন ওমান প্রবাসী অর্ধ লক্ষ টাকা খুইয়ে দিশেহারা

নূরুজ্জামান ফারুকী ॥ নবীগঞ্জের এক ওমান প্রবাসী বিকাশ প্রতারণার শিকার হয়েছেন। তিনি প্রায় অর্ধ লক্ষ টাকা খুইয়ে দিশেহার ও পাগল প্রায়। সূত্রে জানাযায়, আউশকান্দি ইউনিয়ন এর পিটুয়া গ্রামের একটি মাদ্রাসার ইমাম শাহনুর আহমদ এর ইমু নাম্বার হ্যাক করে গত রাত (২৬-০৫-২১) ১১টায় একটি ম্যাসেজ দেয় ছোট ভাই ওমান প্রবাসী সামসুল ইসলাম এর নিকটে, এতে বলে জরুরি টাকা দরকার বাড়ীতে টাকা পাঠাও। পরদিন সকালে ম্যাসেজটি দেখতে পেয়ে সামসুল ইসলাম বড় ভাই এর দেয়া আরেকটি নতুন বিকাশ নাম্বারে তিনি টাকা প্রেরণ করেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর বিকাশ একাউন্ট চেক করতে বলা হয়, ইমাম শাহনুর আহমদ মোবাইল নাম্বার চেক করে জানান তিনি কোন টাকা পাননি, বিকাশে প্রেরণ করা নাম্বারে, ০১৭৬২৫৯৯৫২৪, (ষাট হাজার) ৬০,০০০ টাকা বিকাশে পাঠানোর পর বিকাশ একাউন্টটি বন্ধ দেখতে পেয়ে হতাশ হয়ে ভেঙে পরেন প্রবাসী সামসুল ইসলাম। উল্লেখ্য, চলতি মাসে নবীগঞ্জে বিকাশ প্রতারণা শিকার হয়ে ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) টাকা খুইয়েছেন নবীগঞ্জের ৭নং ইউনিয়ন মুক্তাহার গ্রামের কলেজ পড়ুয়া স্কুল ছাত্রী। প্রতিনিয়ত বিকাশ প্রতারণার শিকার হচ্ছেন মফস্বলের মানুষেরা এর থেকে পরিত্রাণের পথ কি তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সরকারের আইনি ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন নাগরিক সচেতন মহল।


     এই বিভাগের আরো খবর