,

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

পিন্টু অধিকারী ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ১ জনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৭মে) সকাল দিকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে শিমনা ছড়া অভিযান চালিয়ে সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন অবৈধভাবে বালু উত্তোলন দায়ে সোহেল মিয়াকে (২২) আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। শাহজাহানপুর ইউনিয়নে পরমানন্দপুর গ্রামে আব্দুল হক ছেলে সোহেল মিয়া। এলাকাবাসী বলেন শাহজাহানপুর ইউনিয়নে নোয়াহাটি মনতলা রোডের সিমনাছড়া ব্রিজ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রভাবশালীরা লোকজন দিয়ে সুসময়ে অনেকে কোটি টাকার হাতিয়ে নিচ্ছে এই সীমনাছড়া খালের বালু অবৈধভাবে বিক্রি করে। আরো বলেন এভাবে সিমনা ছড়া ব্রিজ থেকে বালু উত্তোলন করায় ব্রীজটি ভেঙ্গে পড়ায় নোয়াহাটি ও মনতলা সড়কটি বন্ধ ছিল। সিমনা ছড়া ভাঙ্গা ব্রিজটি এখন সম্পূনভাবে পাঁকা ব্রিজটি দাড়িয়ে তুলেন সড়ক ও জনপদ। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই এক ব্যক্তিকে ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন, মাধবপুর উপজেলা বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন অত্যন্ত কঠোর। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তিনি আরো বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।


     এই বিভাগের আরো খবর