,

চুনারুঘাটে অবৈধভাবে সরকারী গাছ কেটে বিক্রির অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বরমপুর রাস্তায় উলুকান্দি নামক স্থানে রাস্তার থেকে অবৈধভাবে সরকারী ১৫ থেকে ২০টি করস বেলজিয়াম গাছ বিক্রির অভিযোগ উঠেছে। গাছ গুলোর মূল্য প্রায় লাধিক টাকা হবে। এ ঘটনায় গতকাল (৩০ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, গাছগুলি করাত দিয়ে দ্রুত কেটে নিয়ে যাচ্ছে একদল শ্রমিক। গাছ কাটতে আসা এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানায়, সেলিম মিয়ার নির্দেশে তারা গাছ কাটছেন। গাছ কাটার ব্যাপারে সেলিম দাবী করেন তার লাগানো গাছ। তবে স্থানীয়রা বলছেন সরকারী জায়গায় লাগানো গাছ অবৈধভাবে কাটা হয়েছে। এব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, সরকারি গাছ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গাছ কাটা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দুই পক্ষের মাঝে সংঘর্ষ হতে পারে।


     এই বিভাগের আরো খবর