,

পাঁচ দিনেও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর মোবাইল

সময় ডেস্ক ॥ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোন চার দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। আইনের আওতায় আনা যায়নি সেই ছিনতাইকারীকে। তবে পুলিশের বিভিন্ন ইউনিট ফোন উদ্ধারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। গত রবিবার ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় স্বরণি এলাকায় গাড়ি থেকে ছিনতাই হয় পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এঁর মোবাইল ফোন। কাফরুল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, “ঘটনার পর থেকে সম্ভাব্য সব উপায়ে ফোন উদ্ধারে কাজ করা হচ্ছে। আমি নিজেই পাঁচদিন ধরে মাঠে রয়েছি। কোথাও এ সম্পর্কিত কোনো তথ্য পেলেই আমরা ছুটে যাচ্ছি। তবে এখনও সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। ফোন ব্যবহার না হওয়ায় এর অবস্থানও জানা যাচ্ছে না। আশা করছি, শিগগিরই লুণ্ঠিত ফোন উদ্ধার করা সম্ভব হবে।” পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় মন্ত্রী তার দপ্তর থেকে বাসায় ফিরছিলেন। বিজয় স্বরণি এলাকায় তার গাড়ি যানজটের মধ্যে আটকে যায়। তখন আইফোন হাতে কিছু একটা করছিলেন মন্ত্রী। তার গাড়ির জানালা খোলা ছিল। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী জানালা দিয়ে ছোঁ মেরে তার ফোন কেড়ে নেয়। মন্ত্রীর গানম্যান ধাওয়া করলেও তাকে ধরতে পারেননি। ওই রাতেই কাফরুল থানায় মামলা করেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর। পরে নতুন সিম তুলেছেন মন্ত্রী। এ ঘটনার দু’দিন পর মঙ্গলবার মন্ত্রী নিজেই সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, “মোবাইলে সম্ভবত নিউজ পড়ছিলাম। হঠাৎ এক ঝলকে অবিশ্বাস্য গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে ফোন নিয়ে চলে গেল। আমি দেখিনি লোকটাকে।”


     এই বিভাগের আরো খবর