,

চুল ঝরে যেসব কারণে

সময় ডেস্ক ॥ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১০০টি পর্যন্ত চুল পড়ে যেতে পারে স্বাভাবিক নিয়মে। কিন্তু এর বেশি চুল পড়লেই বিপদ! বিভিন্ন কারণে চুল পড়তে পারে। জেনে নিন সেগুলো কী কী। ১. খাদ্য তালিকায় প্রয়োজনীয় প্রোটিন ও আয়রন না থাকলে ঝরে যেতে পারে চুল। ২. অতিরিক্ত মানসিক চাপের কারণে চুল পড়ে যেতে পারে দ্রুত। ৩. চুলে হেয়ার ড্রায়ার কিংবা স্ট্রেইটনারের মতো যন্ত্র বেশি ব্যবহার করলে চুল নষ্ট হয়ে ঝরতে থাকে। ৪. নতুন কোনও ওষুধ খাওয়া শুরু করলে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল ঝরে। ৫. সবসময় চুল টেনে বেঁধে রাখাও চুল ঝরে যাওয়ার কারণ। গরমে হ্যাট পরে থাকলে অনেক সময় এ ধরনের সমস্যা বেড়ে যায়। ৬. চুলে অতিরিক্ত রোদ ও ধুলাবালি লাগলে ঝরে যায় চুল। ৭. সঠিক শ্যাম্পু ব্যবহার না করা অথবা নিয়মিত অযত্ন চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ। ৮. ভেজা চুল আঁচড়ানো, চুল জোরে জোরে মোছা চুল পড়ে যাওয়ার কারণ হতে পারে।


     এই বিভাগের আরো খবর