,

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বৃক্ষরোপণ

বানিয়াচং প্রতিনিধি ॥ গাছ বাঁচলে গাইবে পাখি/এই ধরণীর বুকে/গাছ হলো তাই বন্ধু সবার/সুখে এবং দুঃখে’- কবিতার এ পংক্তিকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এল আর সরকারি উচ্চবিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব। গতকাল সোমবার বেলায় ২টায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম চৌধুরী,কার্যকরি কমিটির সদস্য রায়হান উদ্দিন সুমন ও ইমতিয়াজ আহমেদ লিলু। ডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু বলেন, এসমস্ত সৃজনশীল কার্যক্রমের মধ্যে দিয়ে সমাজ উন্নয়নে অবদান রাখতে চাই। নীতি ও নৈতিকতার ক্ষেত্রে কোন আপস নেই। আর তা ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, অসহায়-দরিদ্র ও বঞ্চিত মানুষের পক্ষে নির্মোহ চিত্তে কাজ করে যাবে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা। পর্যায়ক্রমে বানিয়াচংয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হবে।


     এই বিভাগের আরো খবর