,

মুসলিম হত্যার প্রতিবাদে কানাডার রাস্তায় হাজার হাজার মানুষ

সময় ডেস্ক ॥ সন্ত্রাসী হামলায় মুসলিম পরিবার হত্যার প্রতিবাদে কানাডায় রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। হামলাকারী ২০ বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যান ওই পরিবারের তিন প্রজন্মকেই হত্যা করেছে। তবে ওই হামলা থেকে বেঁচে পরিবারের গেছে ৯ বছর বয়স্ক এক সদস্য। নৃশংস এই হামলার প্রতিবাদে কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে সমাবেশ হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা। সমাবেশে অনেককেই নানা ধরণের প্ল্যাকার্ড নিয়ে আসতে দেখা যায়। এতে লেখা ছিল, ‘এখানে ঘৃণার কোনো স্থান নেই’। সমাবেশ থেকে ১৯ বছর বয়স্ক আব্দুল্লাহ আল-জারাদ বলেন, এখানে অনেক মানুষ জড়ো হয়েছে এটিই দারুণ বিষয় নয়। এখানে লন্ডনের প্রায় প্রতিটি সম্প্রদায় থেকে মানুষ এসেছেন। প্রথমেই নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয়। এরপর বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা এ ধরণের ঘৃণার বিরুদ্ধে বক্তব্য রাখেন। লন্ডন শহরে থাকা প্রায় ৩০ হাজার মুসলিমের পাশে থাকার ঘোষণা দেন তারা। এছাড়া, টরন্টো, অটোয়া, মন্ট্রিল ও কিউবেকেও ওই হামলার প্রতিবাদে সমাবেশ হয়েছে।


     এই বিভাগের আরো খবর