,

চুনারুঘাটে হাট-বাজার ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় দুই দিনব্যাপী ‘হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলা প্রশাসনের হলরুমে হবিগঞ্জ ও মৌলভীবাজারের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষণ সমন্বয়কারী শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত আলী, সিও আব্দুল হক ও হবিগঞ্জের সহকারী সমন্বয়কারী হাজেরা খাতুনের উপস্থিতিতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপ্তি হয়। কনসলাটিং ফার্ম উদয়, মির্জাপুর টাঙ্গাইল, বাসা হবিগঞ্জের আয়োজনে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (ওংউই) এর অর্থায়নে সিলেট বিভাগ গ্রামীণ অ্যাকসেস উন্নয়ন প্রকল্প (জধৎরঢ়) এ প্রশিক্ষণের আয়োজন করে। হাট-বাজার ব্যস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্রামীণ বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, সরকারের দারিদ্র্য বিমোচনে লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা ও প্রকল্প এলাকায় জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং দরিদ্রতা দূরীকরণের উদ্দেশ্য ব্যাপক কাজ করে যাচ্ছে গ্রামীণ অ্যাকসেস উন্নয়ন প্রকল্প। এ সময় উপস্থিত ছিলেন সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রশিদ মাস্টারসহ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা।


     এই বিভাগের আরো খবর