,

১৫০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রভাস

সময় ডেস্ক ॥ শুধু দক্ষিণই না, ভারতজুড়েই জনপ্রিয় প্রভাস। বিশেষ করে ‘বাহুবলী’র পর তাঁর খ্যাতি আকাশছোঁয়া। অনুরাগীরা প্রভাসের অন্ধ–অনুসারী। তবে প্রভাসও তাঁর ভক্তদের মনপ্রাণ দিয়ে ভালোবাসেন। এমনকি তাঁদের প্রতি দায়িত্বশীলও এই দক্ষিণী সুপারস্টার। তাই প্রভাস চান না অনুরাগীরা ভুল পথে চালিত হোক। তাঁর কারণে অনুরাগীদের স্বাস্থ্যের ক্ষতি হোক, একদমই চান না। আর সেই কারণে কোটি কোটি রুপির প্রস্তাব হাসিমুখে ফিরিয়ে দিয়েছেন এই তারকা। অনেক তারকাই অর্থের জন্য নানা ‘নেশাদ্রব্য’র বিজ্ঞাপনে কাজ করেন। তবে এ ব্যাপারে একদম অন্য রকম প্রভাস। তিনি এমন কোনো বিজ্ঞাপনে ছবিতে কাজ করতে চান না, যা তাঁর হাজার হাজার অনুরাগীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। আর তাই মদ, পানশালাসহ একাধিক নেশার দ্রব্যের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রভাস। মদ, পানশালাসহ বেশ কিছু নেশার দ্রব্য প্রস্তুতকারী কোম্পানি প্রভাসকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চেয়েছিল। বিজ্ঞাপন জানা গেছে, গত বছর এই দক্ষিণী তারকার কাছে ১৫০ কোটিরও বেশি রুপির ব্র্যান্ড এনডোর্সমেন্টের প্রস্তাব ছিল। কিন্তু প্রভাস নির্দ্বিধায় সেই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এই অভিনেতা বিশ্বাস করেন যে তাঁর অনুরাগীদের প্রতি তাঁর দায়িত্ব আছে। এমন কোনো বিজ্ঞাপন প্রভাস করতে চান না, যাতে তিনি নিজেই স্বচ্ছন্দ নন। তবে তার মানে এই নয় যে প্রভাস বিজ্ঞাপনে কাজ করতে চান না। তিনি এমন দ্রব্যের বিজ্ঞাপন করতে চান, যা তিনি নিজে পছন্দ করেন এবং অবশ্যই ফ্যানদের কোনো ক্ষতি হবে না। বলিউডের সুপারফিট অভিনেত্রী শিল্পা শেঠিরও একই মত। অনুরাগীদের সব সময় যোগচর্চা নিয়ে নানান ইতিবাচক বার্তা দেন শিল্পা। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন সুন্দর শরীরের পাশাপাশি সুন্দর মনের জন্য যোগাভ্যাস করা অত্যন্ত প্রয়োজন। শুধু সাধারণ মানুষ নয়, বলিউড অভিনেতারাও তাঁর দ্বারা অনুপ্রাণিত। শিল্পাও চান না তাঁর অনুরাগীদের কাছে ভুল বার্তা যাক। ২০১৯ সালেই তিনি রোগা হওয়ার ট্যাবলেটের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিলেন। এই বিজ্ঞাপনের জন্য শিল্পাকে ১০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এত বড় অঙ্ক ফিরিয়ে দিতেও তাঁর বিন্দুমাত্র সময় লাগেনি। শিল্পা এই বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, এই ধরনের দ্রব্যের প্রতি তাঁর নিজের কোনো আস্থা নেই। তিনি বলেছিলেন, ‘এমন কোনো সামগ্রী আমি এনডোর্স করব না, যার প্রতি আমার নিজেরই আস্থা নেই।’


     এই বিভাগের আরো খবর