,

মেসিকে সবসময় বল পাস দেয়ার বিপক্ষে পারেদেস

সময় ডেস্ক ॥ বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা জাতীয় দল- সতীর্থরা বল পেলেই পাস দেয়ার জন্য লিওনেল মেসিকে খোঁজেন। তবে সবসময় মেসির কাছে বল পাস দেয়ার বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের মাঝমাঠের তারকা লিয়ান্দ্রো পারেদেস। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকার মতে খুব বেশি মেসি নির্ভরতা আক্রমণভাগের জন্য ক্ষতিকর। কোপা আমেরিকা খেলতে পারেদেস এখন ব্রাজিলে। আর্জেন্টিনার হয়ে নিয়মিতই নামছেন মাঠে। চিলির বিপক্ষে ড্রয়ের পর উরুগুয়ে, প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ আটে পা রেখেছে আর্জেন্টিনা। তিন ম্যাচে একটি গোল করেছেন মেসি। গোলে সহায়তা করেছেন একটি। তিন ম্যাচেই বল পায়ে মেসি ছিলেন ফর্মে। কিন্তু পারেদেস মনে করেন, মাঠে মেসি আছে এটা ভেবেই তাকে পাস দেয়াটা ঠিক নয়। সংবাদমাধ্যম ওলের সঙ্গে সাক্ষাৎকারে পারেদেস বলেন, ‘আমি আর রদ্রিগো ডি পল যখন কয়েকটা ম্যাচে একসঙ্গে খেলেছিলাম, আমরা মাথায় এটা গেঁথে নিয়েছিলাম যে সব সময় মেসিকেই পাস দিতে হবে, এমন বাধ্যবাধকতা তো আমাদের কেউ দেয়নি। বরং তাকে মাঠের এমন জায়গায় আমরা পাসটা দেবো, যেখান থেকে তিনি সেটির সবচেয়ে বেশি সুবিধা তুলে নিতে পারেন।’ পারেদেস বলেন, ‘মেসি মাঠে থাকলে তাকে বল দিতে ইচ্ছে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটাই সব সময় উত্তম সিদ্ধান্ত নাও হতে পারে। দলের সবার উচিু মেসিকে এমন জায়গায় পাস দেয়া যেখানে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকবেন তিনি।’


     এই বিভাগের আরো খবর