,

শায়েস্তাগঞ্জের ছিনতাইকারী ও মলমপার্টির প্রধানকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের র‌্যাবের হাতে আটক আলোচিু ছিনতাইকারী চক্রের ও মলমপার্টির প্রধান চোরা লিটন মিয়া ও তার সহযোগিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে তাদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। লিটন মিয়া (৩৫), হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার আব্দুল মালেকের পুত্র। বর্তমানে সে শায়েস্তাগঞ্জ রেলকলোনীর জরিনা বেগমের বাসায় বসবাস করছে। তার সহযোগি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের রবিন্দ্র সূত্রধরের পুত্র হিরেন্দ্র সূত্রধর (৩০)। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সিএনজি, টমটমে যাত্রী বেশে উঠে কৌশলে নির্জনস্থানে নিয়ে গিয়ে চালককে অচেুন করে যানবাহন নিয়ে চম্পট দেয়। আবার কাউকে হত্যা করে বলেও জানা গেছে। গত শুক্রবার রাতে অলিপুর এলাকায় একটি সিএনজি ছিনতাইকালে তাদেরকে র‌্যাব আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ছিনতাই ও মলমপার্টির সাথে জড়িত মর্মে স্বীকার করে। পরে তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হলে পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।


     এই বিভাগের আরো খবর