,

লকডাউনে বেড়েছে আলু আদা মুরগির দাম

সময় ডেস্ক ॥ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সর্বাত্মক কঠোর লকডাউন চলছে গতকাল বৃহস্পতিবার থেকে। এদিকে লকডাউনের কারণে বাজারে কিছু পণ্যের দামও বেড়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে দেখা গেছে, আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। প্রতিকেজি আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। দুইদিন আগেও প্রতিকেজি আলুর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। এছাড়া আদার দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন আদা মানভেদে ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস কেজিতে ২০ টাকা বেড়ে ৬০০ টাকা হয়েছে। মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা ও লেয়ার মুরগি বেড়ে ২৫০ থেকে ২৬০ টাকা হয়েছে।


     এই বিভাগের আরো খবর