,

মাধবপুরে করোনা ভাইরাসের সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান

পিন্টু অধিকারী ॥ মাধবপুরে করোনা ভাইরাসের সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে যারা সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাস্ক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় , মুখে মাস্ক না লাগিয়ে গলায় ঝুলিয়ে ও পকেট রেখেছেন এমন ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। গতকাল সোমবার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন, নেতৃত্বে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় অযথা ঘোরাঘুরি ও সরকারি নিয়ম অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১০টি মামলায় মোট ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি এ অভিযানে সহায়তা করে। উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও র‌্যাব, বিজিবি। মাধবপুরে করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান (ফার্মেসি ব্যতীত) প্রশাসন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন বলেন, সারা দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাজারের আসা লোকজনদের প্রতি উনি অনুরোধ জানান সবার যেন মাক্স পরে বাজারে আসে। মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেয়া হল।


     এই বিভাগের আরো খবর