,

চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের বাসগৃহ পরিদর্শন ও বৃক্ষরোপণ

সংবাদদাতা ॥ চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে ইকরতলি আশ্রয়ন প্রকল্পের বাসগৃহ পরিদর্শন ও আশ্রয়ণের সৌন্দর্য্যবর্ধনে আশ্রয়ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের নেতৃত্বে চুনারুঘাটের কর্মরত সাংবাদিকগণ ইকরতলি আশ্রয়নের পরিদর্শন করে আশ্রয়ণে প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্রপাল, গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইকরতলী আশ্রয়নের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ুন কবির খান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, সুলতান খান, ইসমাইল হোসেন বাচ্চু, আব্দুর রাজ্জাক রাজু, শেখ হারুন, খন্দকার আলাউদ্দিন, এসআর রুবেল মিয়া, আব্দুল জাহির মিয়া, শংকর শীল প্রমুখ। পরে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবারের জন্য নির্মিত বাসগৃহ পরিদর্শন এবং তাদের বাসগৃহের বর্তমান অবস্থা পর্যবেণ করেন। উপকারভোগীগণ জানান, তারা শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস করছেন, তাদের কোনরূপ সমস্যা এই মুহূর্তে নেই। ইতোমধ্যে আশ্রয়নের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। পূর্বের ছয়টি নলকূপের সাথে আরও দশটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। উক্ত আশ্রয়নের পানি ও বিদ্যুতের কোনরূপ সমস্যা নেই এবং প্রকল্প ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমাযুন কবির খানসহ অন্য সদস্যদের নিয়ে নিয়মিত প্রকল্পের উপকারভোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সে সাথে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাগণ প্রতিনিয়ত প্রকল্প স্থলে উপস্থিত হয়ে প্রকল্প স্থলকে আরো সুন্দর করে সাজাতে এবং প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্মকা- পরিচালনা করছেন। সকল বাসগ”হ সঠিকভাবে নির্মিত হয়েছে বলে পরিদর্শনকালে উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। আশ্রয়নে উপস্থিত সহকারী কমিশনার ভূমি দাবি করেন “সারা দেশ জুড়ে একজন লোকও গৃহহীন থাকবে না; মাননীয় প্রধানমন্ত্রীর এই অভিপ্রায়কে বাস্তবে রূপদান করতে সংসদ সদস্য বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলীর সার্বিক দিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে ও জেলা প্রশাসন, হবিগঞ্জের সহযোগিতায় অত্র উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১২০টি বাসগৃহ ইতোমধ্যে নির্মাণ করেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ প্রতিটি প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন। চুনারুঘাট উপজেলা ১২০টি ঘর নির্মাণ করা হয়েছে। এখন পর্যন্ত কোন নির্মাণ ত্রুটি পরিলতি হয়নি। আমরা সর্বোচ্চ সততার সাথে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছি। ইউনিয়ন এর চেয়ারম্যান ও ইকরতলী আশ্রয়নের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ুন কবির খান বলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আমাদের তত্ত্বাবধানে যে আশ্রয়ন প্রকল্প নির্মিত হয়েছে তা সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে ড্রইং ডিজাইন অক্ষুন্ন রেখে করা হয়েছে। এর ফলশ্রুতিতে প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারি গাজীপুরে ইকরতলীর এই আশ্রয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করায় চুনারুঘাটবাসীর পক্ষে আমরা ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।


     এই বিভাগের আরো খবর