,

১৮ আগস্ট উদ্বোধন হবে বানিয়াচংয়ের ঐতিহাসিক মাকালকান্দি স্মৃতি

সৌধমোঃ আবু হানিফ ॥ শোকের মাস আগস্ট। এ মাস এলেই আমাদের স্মরণ করে দেয় ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা। আকাশ ও কাদে এ মাস এলে। অঝোর ধারায় ঝরে প্রকৃতির অশ্রু। এ শোক প্রতিবারই নতুন করে শক্তি যোগায়। ১৯৭১ সালেরও এ মাসেরই ১৮ আগস্ট বানিয়াচংয়ের ৬নং কাগাপাশা ইউনিয়নের  মাকালকান্দি গ্রামে ঘটেছিল অত্যন্ত বিষাদময় এক ঘটনা। এই গ্রামের ১২৫ জন নর-নারীকে ঐ দিন পাকহানাদার বাহিনী হত্যা করেছিল। আর তাদের স্মৃতি স্মরণ রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে এমপি আলহাজ্ব এ্যাড. আব্দুল মজিদ খানের ঐকান্তিক প্রচেষ্টায় ৩৩ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে বানিয়াচংয়ের ঐতিহাসিক মাকালকান্দি গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজিড়িত নির্মিত হয়েছে ঐতিহাসিক মাকালকান্দি মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধ। শোকের মাস আগস্টের ১৮ তারিখ বুধবার সকাল ১১টায় নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন করবেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও বেসরকারি সদস্যের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. আব্দুল মজিদ খান এমপি। অন্যদিকে ‘মাকালকান্দি মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধ’ নির্মাণ করার ফলে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে।


     এই বিভাগের আরো খবর