,

বই পড়া ও পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ প্রজন্ম জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবেরত- দীপ দাস রাজু

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘মুজিববর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার। ’ এই স্লোগানকে ধারণ করে গ্রন্থাগার প্রেমিকরা সারা দেশে নতুন নতুন পাঠাগার প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের দারপ্রান্তে জ্ঞানের আলো পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। হলিমপুর গ্রামে ‘কৃষ্ণকুমারী দেবী গণগ্রন্থাগার’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আরো একটি আলোর বাতিঘর তৈরি হলো, যা অত্র এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিবে। এভাবেই একদিন বই পড়া ও পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ প্রজন্ম জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে ‘কৃষ্ণকুমারী দেবী গণগ্রন্থাগার’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রতœদীপ দাস রাজু উপরোক্ত কথা বলেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক উজ্জ্বল কান্তি দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- গণগ্রন্থাগারের উদ্যোক্তা তুলসী দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিত দাশ, আওয়ামীলীগ নেতা ও তরুণ সমাজসেবক রূপক চন্দ্র দাশ, সাবেক মেম্বার বাসুদেব দাশ, শচীন্দ্র তালুকদার, ডাঃ উৎফল দেবনাথ, মৃণাল কান্তি দাশ, রিপন কান্তি দাশ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর