,

বানিয়াচংয়ে ৩ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ কর্তৃক উপজেলার গ্যানিংগঞ্জ বাজার ও বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে গ্যানিংগঞ্জ বাজারের ডিজিটাল মশলা মিলকে অপরিচ্ছন্ন পরিবেশে মশলা উৎপাদনের কারণে ১৫ হাজার টাকা, বড় বাজারের হিমেল হোটেলকে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও পোড়া তৈল ব্যবহারের দায়ে ১৫ হাজার টাকা এবং জনতা ফুডকে মিষ্টির খালি প্যাকেটের ওজন বেশি থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন- বানিয়াচং উপজেলার সেনিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায় ও বানিয়াচং থানা পুলিশের একটি দল। হবিগঞ্জ ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান- জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর