,

হচ্ছে না পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা

সময় ডেস্ক ॥ চলতি বছরের পঞ্চম শ্রেডুর সমাপনী (পিইসি) ও মাদ্রাসা শিক্ষা সমাপনী (ইবতেদায়ি) পরীক্ষা বাতিলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল রোববার বিকেলে অনুমোদন দিয়ে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফলে এবছর পিইসি-ইবতেদায়ি পরীক্ষা হচ্ছে না। চলতি সপ্তাহে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। নেয়া হয়নি পরীক্ষার প্রস্তুতি। চলতি বছরের পঞ্চম শ্রেডুর সমাপনী পরীক্ষা বাতিল করতে ৭ই অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। শিগগিরই এই বিষয়টি গণমাধ্যমে জানাবেন শিক্ষাপ্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।


     এই বিভাগের আরো খবর