,

বাবর আজমদের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি শেন ওয়ার্ন

সময় ডেস্ক ॥ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বাধীন দলের এমন দাপুটে জয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯৯২ সালে পাকিস্তানকে প্রথম বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া অধিনায়ক ইমরান খান বাবর আজমদের প্রশংসা করে টুইটারে লিখেছেন, পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। দেশ তোমাদের জন্য গর্বিত। বিশেষ করে বাবর আজমের কথা বলতেই হবে। সে সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, তা অসাধারণ। পাকিস্তানের বিশ্বকাপয়ী অধিনায়কের মতো অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন বাবর আজমদের প্রশংসা করে টুইটারে লেখেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে কী অসাধারণ শুরু পাকিস্তানের। ভারতকে হারানোর পর এবার ফেবারিটের তালিকায় যোগ হলো পাকিস্তান। কী অসাধারণ ও মুগ্ধ করার মতো পারফরম্যান্স তাদের! সব ধরনের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম, সেটা নিয়মিতই প্রমাণ করে যাচ্ছে সে। রোববার দুবাইয়ে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৬ রানে ২ ওপেনারের উইকেট হারানো ভারত ৩১ রানে হারায় তৃতীয় উইকেট। চতুর্থ উইকেটে ঋষভ পন্থের সঙ্গে ৪০ বলে ৫৩ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৩ উইকেটে ৮৪ রান করা ভারত এরপর ৬২ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। ৩৯ রান করেন ঋষভ পন্থ। টার্গেট তাড়া করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে ১৩ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। ৭৯ ও ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেন বাবর ও রিজওয়ান।


     এই বিভাগের আরো খবর