,

সেই জাহানারাকে নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ দল

সময় ডেস্ক ॥ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে বাদ পড়েন জাহানারা আলম। তার মতো একজন তারকা অলরাউন্ডারকে না দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। তবে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব শেষেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলে ফেরানো হলো সাবেক অধিনায়ক জাহানারকে। বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ দলে ফিরেছেন জাহানারা আলম। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। কমনওয়েলথ গেমসে প্রথম তিন ম্যাচ জিতলেও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে মূল পর্বের আগেই বিদায় নেয় বাংলাদেশ। কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরা নারী ক্রিকেট দলের সবার করোনা টেস্টের ফল নেগেটিভ এলেই শুরু হবে বিশ্বকাপের ক্যাম্প। বিশ্বকাপে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা।


     এই বিভাগের আরো খবর