,

নবীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)-কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় নবীগঞ্জ বাজারস্থ মদিনা জামে মসজিদের সামন থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর রোডস্থ মালিক টাওয়ারের সামনে এক পথসভায় মিলিত হন। উপজেলা জামায়াত আমীর মাওলানা আবু নাঈম এর সভাপতিত্বে ও পৌর সেক্রেটারী এমদাদুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আমীর সাইদুল হক চৌধুরী, উপজেলা সেক্রেটারী আশরাফুল ইসলাম, মোঃ জিলানী, হাফেজ শফিকুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের হৃদয়ে নিজের জীবনের চেয়ে প্রিয় নবী হযরত মোহাম্মদ সা: এর প্রতি মহব্বত বেশি রয়েছে। তাই বিশ্বের যেকোনো প্রান্তে নবী মোহাম্মদ সা: কে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো মুসলিম সহ্য করতে পারে না। বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সংসদে নিন্দা প্রস্তাব করে ৯০ শতাংশ মুসলমানের কলিজা শীতল করুন। উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সাথে সকল অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক বয়কট করুন। আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডাঃ আবুল কালাম আজাদ, আলী বাহার, শফিকুল আলম, শিবির সভাপতি জামিল হাসান রাজু, আবুল হাসান আল রাসেল, শাহ আলাউদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, শহিদুল হক, সেলিম আহমদ, ফখরুজ্জামান জিবু, রমজান আলী, হুসাইন আহমদ, আবুল কাশেম, গিয়াস উদ্দিন, আব্দুল আজিম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর