,

নবীগঞ্জের হালিতলা গ্রামে ইয়াবা ব্যবসায়ী গংদের হামলায় আহত ২ :: থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বেরীর হাওরে ছোট নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামের উত্তর পাড়ে অবস্থিত ওরপে ইয়াবা টেবলেট ব্যাবসায়ী খালেদের তান্ডব ও তার সহযোগী মুদ্দত কতিপয় লোকদের হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২ জন গুরুতর আহত হয়েছে। আহত দুইজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আজির মিয়া বাদী হয়ে ২১ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ বিবরণে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খালেদ ওরফে ইয়াবা টেবলেট ব্যাবসায়ীর হুকুমে অন্যান্য আসামীগণ বাদীর লোকজনকে মারপিট করে বাদীর লোকজনের নৌকা জোর করে নিয়া যায়। হাওরে নৌকায় থাকা অবস্থায় মুদ্দত আলী ও খালেদ মিয়া লাঠি দিয়া লোকজনকে মারপিট করে নৌকা নিয়া চলে যাওয়ার পর বারৈকান্দি গ্রামের তঞ্জব আলী, তরমুজ আলী, কিছমত আলী, মুতি মিয়া, আজাদ মিয়া, সুয়েব মিয়া, জীবন মিয়া, আছান মিয়া, কাশেম, রতন মিয়া, খলিল মিয়া, রাজু মিয়া, সোহাগ মিয়া, ইসমাইল মিয়া, শিপন মিয়া, জুলহাস মিয়া, কুরুশ মিয়া, বিলাল মিয়াসহ সকল আসামীগণ দল বেধে রামদা, দা, রড ও দেশীয় অস্ত্রসস্ত্র এবং লাঠি সোটা নিয়ে দল বেধে বাড়ীতে আসিয়া কিছমত ও তরমুজ আলীর হুকুমে হামলা চালানো হয়। হামলাকারী খালেদ, বিলাল, কাশেম, নজরুল ও শিপন মিয়া বাড়িতে ঘরে ঢুকিয়া সোকেসের গ্লাস ভাঙিয়া স্বর্ণ ও নগদ টাকা হামলাকারীরা নিয়া যায়। আসামী মুদ্দত মিয়া তাহার লোকজনকে নিয়ে তাজুল মিয়ার ঘরে ঢুকিয়া স্বর্ণ ও টাকা নিয়া যায়। এ ঘটনায় এলাকায় তমতমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় আবারও হামলার আশংকা রয়েছে। নবীগঞ্জ থানা পুলিশ অভিযোগটি সরজমিনে তদন্ত করেছেন।


     এই বিভাগের আরো খবর