,

নেইমারের দুই বছরের জেল চেয়ে আবেদন

সময় ডেস্ক : ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে নেইমার জুনিয়রের বার্সেলোনায় যোগ দেওয়ার নয় বছর হয়ে গেছে। কিন্তু কর ফাঁকির অভিযোগে আনিত মামলা থেকে এখনও মুক্তি পাননি তিনি। স্পেনের কর কর্তৃপক্ষ মনে করছে, মোটা অঙ্কের কর ফাঁকি দিয়েছেন পিএসজি তারকা। সেজন্য দুই বছরের কারাদণ্ডের সঙ্গে তার অর্থদণ্ড চাচ্ছেন প্রসিকিউটররা। বিশ্বকাপের ঠিক এক মাস আগে ওই কর ফাঁকির মামলায় স্পেনের আদালতে নেইমারের শুনানি হবে। সংবাদ মাধ্যম এল প্যারিস জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে করা মামলার রায় শুনানি হবে। স্পেনের কর কর্তৃপক্ষ মনে করছে, সান্তোস থেকে নেইমারকে বার্সায় আনার সময় অন্তত ৮.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে। আদালতে সেটা প্রমাণও হবে। অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে কর কর্তৃপক্ষ মনে করছে, নেইমারকে দুই বছরের কারাদণ্ড দেওয়া সম্ভব হবে। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে তার থেকে ১০ মিলিয়ন ইউরো অর্থদণ্ড চাওয়া হবে। শুধু নেইমার নন স্পেনের কর কর্তৃপক্ষ ব্রাজিলের তারকা ফুটবলারের ৪০ শতাংশ স্বত্ত্বের অংশীদার থাকা প্রতিষ্ঠান ডিআইএস’কে আইনের আওতায় আনতে চায়। এছাড়া নেইমারের এজেন্ট ও তার বাবা নেইমার সিনিয়র এবং বার্সেলোনার তৎকালীন প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল ও মারিও বার্তামেউকে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। প্রসিকিউটররা নেইমারের বাবার দুই বছরের এবং তার মায়ের এক বছরের কারাদণ্ড দাবি করবেন। তবে নেইমার শুরু থেকেই দাবি করে আসছেন, তাঁর সব মনোযোগ ঘিরে শুধু ফুটবল এবং দলবদলের বিষয়গুলো নিয়ে তিনি নিজের বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছেন। তাঁর বাবাই তাঁর এজেন্ট। ২০১৪ সালে দুর্নীতির দায়ে বার্সা সভাপতির পদ ছাড়েন রোসেল। তাঁর কাছ থেকে সভাপতির দায়িত্ব পান জোসেপ মারিয়া বার্তোমেউ। তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। ২০২০ সালে প্রকাশিত এক নথিতে দেখা গেছে, স্পেনের কর কর্তৃপক্ষের ‘কালো তালিকা’য় যত অভিযুক্ত আছেন, তাঁদের মধ্যে নেইমারের বকেয়া করের অঙ্কই সর্বোচ্চ। তবে এই কালো তালিকায় পিএসজি ফরোয়ার্ডের নাম থাকাটা তাঁর সান্তোস থেকে বার্সায় দলবদলের সঙ্গে সম্পর্কযুক্ত কি না, সে বিষয়ে কিছু বলেনি কর কর্তৃপক্ষ।


     এই বিভাগের আরো খবর