,

ফেসবুকে শেয়ার না দেওয়ায় দাওয়াত পাননি রোশান-মাহি

সময় ডেস্ক : ছবির মূলত চরিত্রের নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি এবং নায়ক জিয়াউর রোশান। ছবিটির নাম ’আশীর্বাদ’। আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে ছবিটি। মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। কিন্তু সে সংবাদ সম্মেলনে ছবির প্রধান দুই চরিত্রের নায়ক-নায়িকা কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান নির্মাণ করা হয়েছে ছবিটি। সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছেন নতুন প্রযোজক জেনিফার ফেরদৌস নামের একজন। এই ছবির কাহিনীকারও তিনি। সংবাদ সম্মেলনে নায়ক-নায়িকা কেন উপস্থিত নেই এমন প্রশ্নে সিনেমাটির সহ-প্রযোজক জেনিফার বললেন, ‘আমাদের ছবির পোস্টার তারা ফেসবুকে শেয়ার দেননি। কেন যে শেয়ার দিচ্ছেন না, বুঝতে পারছি না! যেহেতু তাঁরা শেয়ার করেননি, মনে হয়েছে আমাদের ছবির পার্ট হিসেবে তাঁরা খুশি নন। সেজন্য আমি ও আমার পরিচালক তাঁদের ফোন করে জানাইনি এ সংবাদ সম্মেলনের ব্যাপারে। আজ ব্যতিক্রম প্রচারণার মাধ্যমে ছবির এ সংবাদ সম্মেলন করলাম নায়ক-নায়িকা ছাড়া।’ জেনিফার আরও বলেন, ‘কোনো নায়ক-নায়িকা যখন নিজের সিনেমার প্রচার করে না, তখন আমরা তো আর জোর করে করাতে পারি না। নিজের সিনেমার ভালো না বুঝলে আমাদের কিছু করার নেই। সিনেমার প্রচার না করলে একসময় মাইনাস হয়ে যাবেন তাঁরা। আমার আর কিছু বলার নেই। নায়ক-নায়িকাদের আজকাল এত ডিমান্ড যে, প্রযোজক-পরিচালকেরা হিমশিম খেয়ে যাই। কিছু বলার নেই আসলে!’
সংবাদ সম্মেলন উপস্থিত না থাকা প্রসঙ্গে মাহিয়া মাহির ভাষ্য জানিয়েছেন, ‘প্রেস কনফারেন্স সম্পর্কে আমি কিছুই জানি না। তাহলে কীভাবে উপস্থিত থাকব।’
মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা আশীর্বাদ পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।

 


     এই বিভাগের আরো খবর