,

কেউ কাঁদলেন, কেউ আক্ষেপ করলেন, কেউ চাইলেন ক্ষমা

সময় ডেস্ক : একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়- গানটির স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার সোনার গাঁয় নয় চির বিদায় নিলেন নশ্বর পৃথিবী থেকে। সেই সঙ্গে সাঙ হলো দীর্ঘ ছয় দশকের গীতিকার জীবনের বর্ণিল এক অধ্যায়ের। আর কখও লিখবেন না ‘সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে’, কিংবা ‘শুধু গান গেয়ে পরিচয়’- গানের মতো অসধারণ কথার গান।
মৃত্যুর পর গগতকাল সোমবার তাকে এফডিসিতে আনা হয়। প্রশাসনিক ভবনের সামনে রাখা হয় কিংবদন্তির নিথর দেহ। এ সময় নানা সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কালজয়ী এই গুণী মানুষকে।
এ সময় গাজী মাজহারুল আনোয়ারের অনেক স্মৃতি সরণ করে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা। অনেকেই তার হয়ে ক্ষমা চান কড়জোরে। তার কোনো ভুল হলে ভুলে যেতে বলেন। যেখানেই থাকেন সেখানে যেনো ভালো থাকেন এই প্রত্যাশা রাখেন দুই হাত তুলে।
গাজী মাজহারুল ইসলামকে নিয়ে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী অঞ্চনা। গীতিকার কবি সংঘের পক্ষ থেকে এর নেতারা শ্রদ্ধা জানাতে আসেন কিংবদন্তিকে, এসেছিলেন এসডি রুবেল ও নকীব খান, বাংলা ছবির মেগাস্টার খ্যাত নায়ক উজ্জল আসেন গাজী মাজহারুল আনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে ওমর সানী এসে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে স্মৃতিচারণ করেন।


     এই বিভাগের আরো খবর