,

সিংহাসনচ্যুত বাবর :: টি- ২০র নতুন রাজা রিজওয়ান

সময় ডেস্ক : চলতি এশিয়া কাপে ব্যাট হাসছে না সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজরের। তিন ম্যাচে বাবর করেছে যথাক্রমে ১০, ৯ ও ১৪ রান। অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাঁর ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ান। বাবরকে টপকে রিজওয়ানই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির ১ নম্বর ব্যাটার। ১ হাজার ১ শত ১৫ দিন পর টি-টোয়েন্টির ১ নম্বর ব্যাটসম্যানের মর্যাদা হারাতে হলো বাবরকে। বাবর যেখানে যে তিন ম্যাচে ব্যর্থ হয়েছেন, সেই তিন ম্যাচে রিজওয়ান করেছেন মোট ১৯২ রান। রয়েছে হংকং ও ভারতের বিপক্ষে অর্ধশত। চলমান এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ানই। সেরা দশের অন্য ব্যাটাররা হলেন-৩. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), ৪. সূর্যকুমার যাদব (ভারত), ৫. ডেভিড মালান (ইংল্যান্ড), ৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ৭. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড), ৮. পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), ৯. মুহাম্মাদ ওয়াসিম (আরব আমিরাত) ও ১০. রিজা হেন্ডরিক্স (দক্ষিণ আফ্রিকা)।


     এই বিভাগের আরো খবর