,

ভারতে ইলিশ রপ্তানি স্থায়ী ভাবে বন্ধে হাইকোর্টে রিট

সময় ডেস্ক : ভারতসহ অন্যান্য দেশে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন। রিটে ভারতে ইলিশ রপ্তানির অনুমতিসংক্রান্ত ৪ ও ১৯ সেপ্টেম্বরের বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।
আইনজীবী মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, আগামী সপ্তহে শুনানির জন্য রিটটি হাইকোর্টে উপস্থাপন করা হবে। রিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।
এর আগে ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১৪ সেপ্টেম্বর আইনি নোটিশ দিয়েছিলেন রিটকারী মাহমুদুল হাসান। ওই নোটিশের জবাব না পেয়ে গতকাল হাইকোর্টে রিটটি দায়ের করেন তিনি।
রিটে বলা হয়, ইলিশ দেশের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও অতিরিক্ত দামের কারণে বাংলাদেশের দরিদ্র মানুষেরা এ মাছ কেনার কথা চিন্তাও করতে পারেন না। অন্যদিকে দেশের মধ্যবিত্ত মানুষেরাও এ মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দরিদ্র কৃষকেরা দুই মণ ধান বিক্রি করেও এক কেজি ইলিশ মাছ কিনতে পারছেন না। ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত কেজিতে গিয়ে ঠেকেছে। অথচ বাংলাদেশের এ মাছ ভারতে মাত্র ১০ ডলার (প্রায় ৯৫০ টাকা) কেজি দরে রপ্তনি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের বাজারমূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে ভারতে রপ্তানি করা হচ্ছে। এ ছাড়া ২০২১-২৪ সালের রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তনিযোগ্য পণ্য নয়। এজন্য রিটে ইলিশ রপ্তানি বন্ধের পাশাপাশি পর্যটন করপোরেশনকে ইলিশ কেন্দ্রিক পর্যটনের বিকাশে কাজ করতে নির্দেশনাও চাওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর