,

নবিকে হটিয়ে শীর্ষে সাকিব

সময় ডেস্ক : বিশ্বকাপের আগে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে টপকে আবারও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল বুধবার আইসিসি প্রকাশিত অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে নবির চেয়ে ২০ রেটিং পয়েন্টে এগিয়ে সাকিব।
২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব। নবির পয়েন্ট ২২৬। তিন নম্বরে থাকা ইংল্যান্ডের মঈন আলীর রেটিং পয়েন্ট ১৮৮। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে নামিবিয়ার জেজে স্মিট ও জিম্বাবুয়ের সিকান্দার রাজার। বিশ্বকাপে ভালো পারফর্ম করে চার ধাপ করে এগিয়েছেন দুজনই। স্মিট এখন আছেন চার নম্বরে আর রাজার অবস্থান সাতে।
ব্যাটারদের রাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও হেসেছে তাঁর ব্যাট। আর তাতে রেটিং পয়েন্ট বেড়েছে রিজওয়ানের (৮৬১ পয়েন্ট)। ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব। আর তিনে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এবারের বিশ্বকাপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে নামবেন এই তিন ব্যাটার।


     এই বিভাগের আরো খবর