,

বুক জ্বালাপোড়া? কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে

সময় ডেস্ক : মাঝেমধ্যে মাসে দু-একবার গলা-বুক জ্বালা সবার জীবনেই ঘটে। এটি অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। তবে যদি এই উপসর্গ খুব ঘন ঘন দেখা দেয় বা নিম্নোক্ত নতুন উপসর্গ যোগ হয়, তাহলে দ্রুত একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের শরণাপন্ন হতে হবে।
১. খুব ঘন ঘন গলা-বুক জ্বালা। ২. খাবার গিলতে যদি কষ্ট অনুভব করেন। ৩. রক্তশূন্যতা দেখা দিলে। ৪. হঠাৎ খাবার রুচি কমে গেলে। ৫. হঠাৎ শরীরের ওজন হ্রাস পেলে। ৬. রক্ত বমি বা কালো পায়খানা হলে। ৭. গলা-বুক জ্বালার সঙ্গে যদি রাতে শোবার পর শুকনা কাশি বা শ্বাসকষ্ট বা বুকে ব্যথা অনুভব করেন।
এসব ক্ষেত্রে খুব দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন।


     এই বিভাগের আরো খবর