,

বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগ :: সিডনিতে লঙ্কান তারকা গ্রেপ্তার!

সময় ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড পার হয়ে সুপার টুয়েলভে খেলেছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে তারা বিদায় নিয়েছে সুপার টুয়েলভ থেকেই। বিশ্বকাপের মাঝেই নেতিবাচক খবরের শিরোনাম হলেন লঙ্কান অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা। সিডনিতে তাকে যৌন হয়রানি এবং অনুমতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ! বিশ্বকাপের প্রথম পর্বে তিনি মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়ে কোনো রান করতে পারেননি।
নিউ সাউথ ওয়েলস পুলিশের বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ২৯ বছর বয়সী সেই নারীর সঙ্গে পরিচয় হয় গুনাথিলাকার। গত ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় দেখা করার ছুতোয় তাকে যৌন নিপীড়ন করেন লঙ্কান ক্রিকেটার। ভুক্তভোগী নারী পুলিশে অভিযোগ জানালে গতকাল রবিবার সকালে সিডনির টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করা হয়।
নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর ৩১ বছর বয়সী ব্যক্তিকে (গুনাথিলাকা) সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সিডনির সিটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সম্মতি ছাড়া চারবার যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে। এই শ্রীলঙ্কান নাগরিককে ভার্চুয়াল কোর্টে উপস্থাপন করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।’
২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে শ্রীলঙ্কার হয়ে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে এবং ৪৬টি-টি-টোয়েন্টি খেলেছেন গুনাথিলাকা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) নিশ্চিত করেছে যে ‘সিডনিতে একজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গুনাথিলাকাকে। ৭ নভেম্বর তাকে আদালতে হাজির করা হবে। এসএলসি আদালতে বিচারপ্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং আইসিসির সঙ্গে পরামর্শ করে দ্রুত এ বিষয়ে একটি তদন্ত শুরু করবে। গুনাথিলাকা দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘


     এই বিভাগের আরো খবর