,

‘যদি বলি ছিঁড়ে ফেলব, ফাটায়ে ফেলব, তবে ভুল কথা হবে’

সময় ডেস্ক : ভারতের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় দাপট দেখিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে শেষ ওয়ানডেতেই টাইগারদের আসল রূপ বেরিয়ে পড়েছে। ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের চার শতাধিক রানের জবাবে বাংলাদেশ দুইশ রানও করতে পারেনি! সেই চট্টগ্রামেই বুধবার থেকে শুরু হবে প্রথম টেস্ট। এই ফরম্যাটে বাংলাদেশ খুবই দুর্বল, আর ভারত ভীষণ শক্তিশালী।
তাহলে টাইগারদের গেমপ্ল্যান কী হবে? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসার তাসকিন আহমেদ বলেন, ‘ভালো উইকেটে দেখা যাবে আমরা যদি বেশি উইকেট পেতে জোরাজুরি করতে যাই, তাহলে উল্টো রান হবে। ওরা ভালো খেলোয়াড়। আমরা যদি জায়গা নিয়ে বল করি, নতুন বলে আর্লি একটু সুইং করার চেষ্টা, পুরান বলে রিভার্স সুইং… এভাবে ওদেরও ধৈর্যচ্যুতির চেষ্টা করতে হবে। এটাতে কোনো সন্দেহই নাই ওদের পরিসংখ্যান অনেক ভালো। বিশ্বে ওরা অনেক বড় খেলোয়াড়। আমাদেরকে ধৈর্য রাখতে হবে। বিশেষ করে বোলিং বিভাগকে। ধারাবাহিক থাকতে হবে, ওদের ভুলের জন্য অপেক্ষা করতে হবে। যদি বলি ছিঁড়ে ফেলব ভাই, ফাটায়ে ফেলব-এটা ভুল কথা হবে।’
পেসারদের প্রতি বার্তা দিয়ে তাসকিন আরো বলেন, ‘প্রসেসের বাইরে তো কিছু নেই। দিনশেষে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ওরা বিশ্বের অন্যতম সেরা দল। ব্যাটিং উইকেটে তো আরো ভালো দল। দিনশেষে আমাদের ওদের উইকনেস বা প্ল্যান যেটিই দিক না কেন টিম ম্যানেজমেন্ট বা অধিনায়ক, বোলারদের বাস্তবায়ন করাই গুরুত্বপূর্ণ। সেটি করারই চেষ্টা করছি। আমি নিশ্চিত সহজ হবে না। আমরাও আমাদের সেরাটা দেব, দেখি কী হয়। ’


     এই বিভাগের আরো খবর