,

এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো -সালাউদ্দিন

সময় ডেস্ক : বিপিএলে ডিআরএস নেই, আছে ‘এডিআরএস’ নামের অদ্ভুত এক জিনিস! অনেক বছর আগে ক্রিকেটে এমন প্রযুক্তি ব্যবহার করা হতো। চলতি নবম আসরে এই এডিআরএসের মাধ্যে হাস্যকর সব সিদ্ধান্ত আসছে। যেমনটা ঘটল আজকের কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালের ম্যাচে। কুমিল্লার ব্যাটার জাকের আলীকে অদ্ভুতভাবে আউট ঘোষণা করলেন তৃতীয় আম্পায়ার। এরপর এডিআরএস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
কুমিল্লার ইনিংসের চতুর্দশ ওভারে বরিশালের অফ স্পিনার ইফতিখার আহমেদের বল গিয়ে লাগে জাকের আলীর পায়ে। আবেদন হলে ফিল্ড আম্পায়ার এলবিডাব্লিউ ঘোষণা করেন। সাথে সাথে রিভিউ নেন জাকের। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বলের প্রায় পুরোটা ছিল লেগ স্টাম্প লাইনের বাইরে। খুবই সামান্য অংশ ভেতরে থাকলেও থাকতে পারে। আইসিসির নিয়মানুযায়ী, বলের বেশির ভাগ অংশ লাইনের ভেতর থাকলেই কেবল ব্যাটারকে আউট ঘোষণা করা হবে। তবু ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন টিভি আম্পায়ার তানভীর আহমেদ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লার কোচ সালাউদ্দিন বলেন, ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, এমন না যে…। প্রথম ম্যাচেও একটা সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজকেও। এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।’


     এই বিভাগের আরো খবর