,

চট্টগ্রামেও জয় সিলেটের ম্যাশদের পাঁচে পাঁচ

সময় ডেস্ক : বিপিএলে গতকাল সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ডমিনেটর্স ও সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচে ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট। ঢাকার দেওয়া ১২৯ রানের লক্ষ্যে সিলেট পৌঁছে যায় ৪ বল হাতে রেখে। এবারের আসরে এটি সিলেটের টানা পঞ্চম জয়।
রান তাড়া করতে নেমে সিলেটকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে ৫২ রান তুলেন দুজন। হারিস আক্রমণাত্বক ব্যাটিং করলেও শান্ত খেলেছেন ধীরগতিতে। ২০ বলে ১২ রান করেন শান্ত। হারিস আউট হন ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলে।
তিনে নামা জাকির হাসান সাজঘরে ফিরেন মাত্র ১ রান করে। এরপর মুশফিকুর রহীম ও থিসারা পেরেরার ব্যাটিং নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বিন মুর্তজার সিলেট। মুশফিক ২৫ বলে ২৭ রান করে আউট হলেও পেরেরা ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
এর আগে, নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৮ রান তুলতে সক্ষম হয় ঢাকা। ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ১৬ বলে ২০ রান করেন আরিফুল হক। শ্রীলঙ্কান তারকা মুনাভিরা করেন ১৭ বলে ১৭ রান। বল হাতে তিন উইকেট ও ব্যাট হাতে ১১ রান করা ইমাদ ওয়াসিম হয়েছেন ম্যাচসেরা।


     এই বিভাগের আরো খবর