,

১৫টি বড় রেকর্ড ভেঙে দিয়েছে পাঠান

সময় ডেস্ক : মুক্তির পরপরই সুনামির মতো ঝোড়ো বেগে ছুটে চলছে পাঠান। বিশ্বজুড়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড করেই যাচ্ছে সিনেমাটি। মুক্তির মাত্র তিন দিনে ‘পাঠান’ বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিয়েছে। শুধু ভারতেই নয়, বেশ কয়েকটি দেশের ব্ক্স অফিস রেকর্ডে নিজেদের পতাকা উড়িয়েছে পাঠান। দেখে নিন এমন ১৫টি বড় রেকর্ড, যা পাঠান মাত্র তিন দিনেই ভেঙে দিয়েছে।
১. হিন্দি চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে বড় নন-হলিডে উদ্বোধনী আয়। ২. বলিউডের সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় (৫৭ কোটি রুপি)। ৩. সর্বকালের সবচেয়ে বড় একক দিনের আয়। ৪. সর্বকালের সবচেয়ে বড় দ্বিতীয় দিনের আয়। ৫. ভারতে সবচেয়ে বড় হলিডে কালেকশন (১২৭ কোটি)। ৬. বলিউডের প্রথম চলচ্চিত্র, যা পরপর দুই দিনে ৫০ কোটির বেশি আয় করেছে। ৭. এক দিনে ৬০ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্র। ৮. এক দিনে ৬৫ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্র। ৯. এক দিনে ৭০ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্র। ১০. ২ দিনে ভারতে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা প্রথম চলচ্চিত্র। ১১. ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা দ্রুততম চলচ্চিত্র। ১২. বিশ্বব্যাপী এক দিনে ১০০ কোটি রুপি আয় করা প্রথম বলিউড চলচ্চিত্র। ১৩. বিশ্বব্যাপী বক্স অফিসে দ্রুততম ১০০ কোটি রুপি আয় । ১৪. বিশ্বব্যাপী বক্স অফিসে সবচেয়ে দ্রুত ২০০ কোটি আয়। ১৫. বিশ্বব্যাপী বক্স অফিসে দ্রুততম ২৫০ কোটি রুপি আয়।
এ ছাড়া পিভিআর, আইনক্স, সিনেপোলিস ও ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইনসহ ভারতের সব ধরনের থিয়েটারে প্রথম দুই দিনে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র এবং জার্মানি, মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশে ভারতীয় চলচ্চিত্র হিসেবে প্রথম দিনের আয়ে আগের সব রেকর্ড ভেঙেছে পাঠান। বক্স অফিসের বড় ১৫টি রেকর্ডসহ মাত্র দুই দিনেই মোট ৭৫টি রেকর্ড নিজের নামের পাশে করে নিয়েছে সিনেমাটি। সূত্র : পিঙ্কভিলা


     এই বিভাগের আরো খবর