,

রোনালদো আবারও ইউরোপে ফিরবে :: আল নাসর কোচ

সময় ডেস্ক : বিশ্বকাপের পরপরই ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেকেই ভাবছেন এখানেই পেশাদার ফুটবলকে বিদায় বলবেন এই পর্তুগিজ তারকা। তবে আল নাসর কোচ রুদি গার্সিয়া অবশ্য তেমনটা মনে করেন না।
গার্সিয়ার মতে, সিআরসেভেন ফের ইউরোপে খেলবেন। গার্সিয়া বলেন, ‘রোনালদো দলের মধ্যে একটি ইতিবাচক সংযোজন। সে ডিফেন্ডারদের ছত্রভঙ্গ করতে সাহায্য করে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে আল নাসরে ক্যারিয়ার শেষ করবে না, আবারও ইউরোপে ফিরবে।’
রোনালদোর বয়স ৩৮ ছুঁই ছুঁই। আল নাসরে যোগ দেওয়ার পর তিনি নিজেই বলেছিলেন, ইউরোপিয়ান ফুটবলে তার আর দেওয়ার কিছু বাকি নেই। এদিকে আল নাসরের হয়ে এখনো নিজেকে সেভাবে প্রকাশ করতে পারেননি রোনালদো। দুই ম্যাচেও খাতা খুলতে পারেননি গোলের। এরই মধ্যে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তার দল। আগামী ৩ ফেব্রুয়ারি লিগ ম্যাচে আল ফাতেহর বিপক্ষে নামবেন রোনালদোরা।


     এই বিভাগের আরো খবর