,

শিশুকে প্রতিদিন যে প্রশ্নগুলি করবেন

সময় ডেস্ক : ব্যস্ত জীবনে বাবা-মায়ের সন্তানকে বেশি সময় দিতে পারেন না। কিন্তু কীভাবে তারা সারাদিন কাটায় তা জানা জরুরি। তাদের সারাদিনের রুটিন, স্কুলে কী কী করেছে তা জানতে চাইতে পারেন। এতে তারা তাদের নিয়ে বাবা-মায়ের উদ্বেগটা অনুভব করতে পারবে। সেক্ষেত্রে সারাদিন শিশুর কীভাবে কাটলো সরাসরি জানতে না চেয়ে তাকে অন্যভাবে কয়েকটি প্রশ্ন করতে পারেন। যেমন-
১. আজ সারাদিনে সবচেয়ে ভালো কী কাজ করেছো? ২. আজ কাদের সঙ্গে খেলা করেছো অথবা নতুন কি কোনো বন্ধু হয়েছে? ৩. আজ সাহসী কোনো কাজ করেছো? ৪. সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করেছো? ৫. আজকে তোমার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ কি ছিল? ৬. আজকে নতুন কিছু কি শিখেছো? ৭. আজকে কোনো কারণে কী খুশী লেগেছে বা মন খারাপ হয়েছে? ৮. সব কিছু তোমার পরিকল্পনা মতো হয়েছে? ৯. আগামীকাল কী কী করবে চিন্তা করেছো? ১০.আজকে এমন কিছু কি ঘটেছে যা তুমি পরিবর্তন করতে চাও?


     এই বিভাগের আরো খবর