,

মাত্র ১০ রানে অল-আউট টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড!

সময় ডেস্ক : আন্তর্জাতিক পুরুষ টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অল-আউট হওয়ার বিশ্বরেকর্ড গড়ে ফেলল এমন এক দেশ, যেটার নাম খুব কম লোকেই জানে। স্পেনের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানে অল-আউট হয়ে লজ্জার এই রেকর্ড গড়েছে ‘আইল অব ম্যান’। নামটা শুনে অনেকেই বিষম খেতে পারেন। এটা কোন দেশ, যেটা আবার আন্তর্জাতিক ক্রিকেটও খেলে!
যুক্তরাজ্যের একটি স্বায়ত্তশাসিত দ্বীপ হলো ‘আইল অব ম্যান’। এটি আইরিশ সাগরে আয়ারল্যান্ড ও ব্রিটিশ দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এত দিন টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জার বিশ্বরেকর্ডটি ছিল তুরস্কের দখলে। ২০১৯ সালে চেক রিপাবলিকের বিপক্ষে ২১ রানে অল-আউট হয়েছিল দেশটি। এবার তুরস্ককে লজ্জা হতে নিষ্কৃতি দিল আইল অব ম্যান।
২৬ ফেব্রুয়ারি স্পেনের কার্টাগেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে আইল অব ম্যান অল-আউট হয় মাত্র ১০ রানে। তারা খেলতে পেরেছে ৮.৪ ওভার। ৭ ব্যাটার ‘ডাক’ মেরেছেন। সর্বোচ্চ ৪ রান করেছেন জোসেফ বুরোস। জবাবে মাত্র ২ বলেই দুই ছক্কায় জয়ের বন্দরে পৌঁছে যায় স্পেন। সেটা ১০ উইকেট হাতে রেখেই। এই জয়ে ছয় ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নিল স্প্যানিশরা।


     এই বিভাগের আরো খবর